
২৬ মার্চ, ২০২২
নাজমা বেগম নাজু
ঝুম দুপুরে দূরের ঘুঘু

ঝুম দুপুরে দূরের ঘুঘু
একটানা বিরামহীন ডেকে ওঠে,
ঘুম ঘোরে বড় স্পষ্ট শুনি-
বাংলাদেশের নাম ধরে ডাকছে
পাগল পারা গাইছে যেন
বাংলাদেশের গান।
এ মাটির সোঁদা গন্ধে বিভোর
বুনো বরষা আসে-
বড় বেশি ভালোবেসে
বাংলাদেশের সবুজ মাটিতে রাখে
ভেজা আষাঢ়ের
শেকড় গাঁথা শীতল পাটি।
বিশ্ব ব্রহ্মা-ের শ্রেষ্ঠ এ মাটিকণায়
অবাধ চাঁদের জোছনারা নেমে আসে
লক্ষ শহীদের সুবাসিত হৃৎপি-ের পরশ পাই-
বারোমাসি স্বদেশ নির্যাস ঘিরে থাকে
সুরভিত চাঁদছোঁয়া শহীদের নিশ্বাস।
বুকের অতলে রাখি-
বুক ভরা মমত্ব সীমায়-
ঘুঘু ডাকা দুপুরের মতো
পাগল পারা বুনো ভালোবাসার
স্বদেশ আমার,
আমার চাঁদছোঁয়া সোঁদামাটির
অন্তবিহীন মায়াবতী বাংলাদেশ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন