পারভেজ আহসান

  ২৬ মার্চ, ২০২১

এ তর্জনী আমার দীপ্ত অহংকার

এ তর্জনী দেখে কেন তোমার ভয়?

এ দৃঢ় আঙুল আমার স্বাধীনতা

তেরোশত নদীর এক গল্পগাথা

এ পবিত্র মুখ আমার ভালোবাসা

এ প্রাংশু দেহেতে মিশে আছে এ দেশ

একটি মানচিত্রের কাব্য কথা।

এ দৃপ্ত আঙুলে কেন তোমার ভয়?

এ তো কোটি প্রাণের অনিঃশেষ প্রেরণা

জন সমুদ্দুরে গর্জন তোলার

এক নির্দেশনা, উজ্জ্বল ইশারা

মৃত্যঞ্জয়ীর এক বিরল পাঠ।

ও বুঝেছি কেন হাঁট আলোর রেখা ছিঁড়ে

অন্ধকার পথে নিজ ঠিকানা ভুলে।

তুমি ও তোমরা তো সে উত্তরাধিকার

যার রক্তে আছে বিশ্বাসহীনতা

মাতৃদুগ্ধকে করে অস্বীকার

হত্যা করেছিলে নারীর সুন্দর।

ঠিক জেনেছি আমি আলোতে কেন ভয়

ছাই হবে এ ডানা, ও ভ্রান্তির জাল

উন্মোচিত হবে তোমার মুখাবয়ব

অর্ণিবান হবে দ্বীপ্ত মানবতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close