নুসরাত সুলতানা

  ২৬ মার্চ, ২০২১

উৎসর্গিত আত্মা

আজ ত্রিশ লাখ শহীদের আত্মা ফিসফিস করে

আমায় কানে কানে বলে যায়

গল্প, কবিতা আর গানে

কীসের এত ঋণ তোমাদের?

লাল-সবুজ পতাকায় নিজেদের

বুকের রক্ত ঢেলে দিয়েছি

এ মাটির সঙ্গে মিশে গেছি

দেশ আর মানুষকে ভালোবেসে।

কোনো বিনিময় পেতে তো নয়!

তোমরা শুধু বর্ণমালাকে ভালোবেসো

মাটি কর্ষণ করে, শস্য ফলিও।

ক্ষুধা লাগলে চিৎকার করে বলো

মা ভাত দাও।

আমরা তোমাদের ভূখন্ড দিয়েছি

তোমরা তোমাদের পরের প্রজন্মকে দিও

সোনালি সমৃদ্ধি, সংস্কৃতি আর গৌরবের ইতিহাস

তাহলেই দেওয়া হবে ভালোবাসার প্রতিদান।

শহীদের আত্মা ঋণ চায় না

স্বীকৃতি চায় না

চায়, ভালো থাকুক

মা, মাটি, দেশ আর প্রজন্ম।

তবেই তৃপ্তির হাসি হাসে

উৎসর্গিত আত্মা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close