reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

শহরালির কড়চা

ঢাকা এখন জ্যামের শহর

থাকে সারাদিন,

চলতে ফিরতে হা-পিত্যেশ

করি নিত্যদিন।

তার সঙ্গে পলিউশন

বাড়ছে দিন দিন,

রাস্তাঘাটে চলতে গিয়ে

গা করে ঘিন ঘিন।

রাত্রি হলে ভ্যানর ভ্যানর

করে শুধু মশা,

লোডশেডিংয়ে জীবনটার

হচ্ছে মরণদশা।

গ্যাসের অভাব দিনে দিনে

বাড়ছে এখন ভীষণ,

রান্না করে খাওয়া-দাওয়া

করা যেন বারণ।

ওয়াসার পানির ভেতর

ভাসে নোংরা ময়লা,

কাকে বলি এসব কথা

জীবনটা যে কয়লা।

বর্ষা এলেই শুরু হয়

রাস্তা খোঁড়াখুঁড়ি,

বাসে চেপে অফিস যেতে

তাই হয় যে দেরি।

বাড়ছে শুধু বড় বড়

অট্টালিকার সারি,

ঢাকা শহর ছেড়ে এখন

গাঁয়ে দেব পাড়ি।

* আমিনুল ইসলাম বাবু

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close