reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৪

শহরালির কড়চা

মাঝেমধ্যে ভেসে ওঠে

গভীর জলের মাছ

খুব গোপনের কৃতকর্মে

চক্ষু চড়কগাছ!

ডুবে ডুবে জল খেয়ে ঠিক

জলমহালের কিং

রাঘববোয়াল হয়ে গিলে

ট্যাংরা পুঁটি শিং!

হাঁড়ি পাতিল বালিশ কুশন

সবই টাকার খনি

নিজের টাকায় শালা, শ্বশুর

অনেক বেশি ধনী।

বউয়ের নামে জমিজমা

সোনা-দানা, বাড়ি

শালির নামে নিবন্ধিত

নিজের টাকার গাড়ি!

পদের চেয়েও আয়ের পাল্লা

ভারী কয়েক গুণ

ভাবটা দেখায় পান্তা ফুরায়

আনতে গিয়ে নুন।

পেশা ওদের তোষামোদি

মুখোশ-ঢাকা ছল

গভীর জলের মাছগুলো ভাই

দুর্নীতিরই ফল।

* সুলতান মাহমুদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close