reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুন, ২০২৪

শহরালির কড়চা

মানবখেকো দানব যেন

জুড়ে আছে সড়ক,

ব্যাপক হারে লাগছে এখন

মানুষ মরার মড়ক।

স্বজনহারা মানুষগুলোর

জীবন যেন নরক,

কারা রাখছে এসব খবর

করে দেখছে পরখ।

মরছে নারী মরছে পুরুষ

নিষ্পাপ শিশু সকল,

চলার পথে মরণ যেন

করে আছে দখল।

দক্ষ চালক হাতে গোনা

লাইসেন্সপত্র নকল,

তাই মানুষের হয় পোহাতে

যত ঝঞ্জাট ধকল।

দরকারবশত মানুষজন

করতে বাধ্য গমন,

কিংবা কোথায় দূরে কাছে

করতে যেয়ে ভ্রমণ।

প্রত্যেক দিনের দুর্ঘটনায়

মরবে মানুষ কমন,

আইনকানুন নিয়মনীতি

করে হয় না দমন।

* জাকির আজাদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close