reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৪

মজার জোকস

*

নায়িকাকে টিভির চেয়ে রেডিওতে ভালো দেখায়!

পরিচালক এক বড় মাপের নায়িকাকে নিয়ে কাজ করছেন। কিন্তু নায়িকার কথাবার্তায় তিনি খুবই অতিষ্ঠ। পরিচালক সেই নায়িকাকে বলছেন-

পরিচালক : তুমি নাকি তোমার সহ নায়িকাকে কুৎসিত বলেছো?

নায়িকা : কই? না তো!

পরিচালক : তাহলে? কী এমন বলেছো তুমি যে সেই নায়িকা রেগে আগুন হয়ে গেল?

নায়িকা : আমি শুধু বলেছি, তোমাকে টিভির চেয়ে রেডিওতে ভালো দেখায়!

*

পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়?

ক্লাসে ইতিহাসের শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে বলতে পারো, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?

অমল : আমি বলব স্যার?

শিক্ষক : বলো।

অমল : পানিপথের দ্বিতীয় যুদ্ধের আগেই স্যার।

*

দুই মাতালের যুক্তিতর্ক

প্রচণ্ড তর্ক শুরু হয়েছে দুই মাতালের মধ্যে। একজন বলছে, আকাশে দুটো চাঁদ দেখা যাচ্ছে। অন্যজন বলছে, তিনটে। আর এক মাতাল যাচ্ছিল পাশ দিয়ে। তাকে ডেকে তারা বলল, আচ্ছা, বলুন তো ভাই, আকাশে কটা চাঁদ দেখা যাচ্ছে?

আকাশের দিকে তাকাল সে। তারপর বলল, কোন সারিতে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close