reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৪

হাবিবুল্লাহ মিছবাহর হাসির গল্প

আবুইল্ল্যা কাহিনি

আজ সে ‘কুত্তা’বিষয়ক কথা শুরু করেছে। আমি বললাম-

দুনিয়ার এত বিষয় থাকতে কুত্তা নিয়ে এত মাথা বেদনা কেন? আত্তি (হাতি) নিয়াও তো বলতে পারতি?

সে বলল-

বস, যারা বন্য আত্তি নিয়া হন্য হইছে তারা বনমানুষ, আমি বনমানুষ না। আত্তির কথা শুনলে আমার চান্দি গরম হয়ে যায়।

তার কথা শুনে মুখ হাঁ করে হি হি হি করে স্বশব্দে না হেসে পারলাম না। একগাল হেসে হাঁপানি রোগীর মতো জিজ্ঞেস করলাম-

কেন চান্দি গরম হয়?

দেখেন না, ইলেকট্রনিকস মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সুশীলসমাজ সব খানে শুধু আত্তি আর আত্তি, এখন চলছে আত্তি ইস্যু, আমরা হয়ে গেছি ইস্যুভিত্তিক!

কথা হচ্ছে, ‘গিনেস আবুল’র সঙ্গে। মাস তিনেক থেকে আবুল আমার সহচর, কথা বলার সঙ্গী। আমার আবার সব সময় এ রকম একজন ঝানু পাবলিক লাগে, মাছিমারা কেরানির মতো।

আবুলের নামের পেছনে যে ‘গিনেস’ লেঙ্গুড় ঝোলানো তারও একটা জবরদস্ত ইতিহাস আছে।

‘গিনেস আবুল’ একজন সমাজসচেতন যুবক। হালের সমসাময়িক সব বিষয়ের ওপর তার নজরদারি আছে। এমনকি জাতীয় ও আন্তর্জাতিক অনেক বিষয় নিয়ে বরাবর মাথা ঘামায় সে। সহজ-সরল আবুলের মধ্যে দেশপ্রেম সবচেয়ে বেশি কাজ করে, কিন্তু সমস্যা এক জায়গায়। মেজাজ বিগড়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর মাথায় একবার কোনো কিছু ঢুকে গেলে বেরোতে চায় না সহজে। আমার কাছে ভালোই লাগে আবুলের সরলতাকে। এলাকার সব খবরাখবর আবুলই আমাকে দেয়। বিদ্যা-বুদ্ধি কম হলেও কঠিন পদার্থের আদমী সে।

এবার গিনেস আবুল আমাকে প্রশ্ন করছে-

বস এখন বাংলা কোন মাস? সহজেই বললাম-

কেন? ভাদ্র মাস।

ভাদ্র মাস কি হয় বেশি?

গরমই তো হয় বেশি।

হে হে হে বস। জানেন না, ভাদ্র মাসে কুত্তা পাগল হয় বেশি। যৌবন মাথাচাড়া দিয়ে উঠে সব কটা বালিগ কুত্তার।

হয়েছে হয়েছে। রাখ তোর পাগলা কুত্তার কিচ্ছা।

বস, আমার কি মনে হয় জানেন? আত্তি নিয়া যারা মহাব্যস্ত ওদের সব কটাকে পাগলা কুত্তা দিয়া দৌড়াইয়া কামড়াইতে। ওদের মগজে কুত্তার বাচ্চারা ভেউ ভেউ করে চিল্লাইবে, নতুবা নাভি দিয়ে জলাতঙ্কের ইঞ্জেকশন হান্দাইবে। এরপর তাদের শুভবুদ্ধির উদয় হবে।

তাই নাকি!

বস, এই নির্লজ্জ নেড়ি কুকুর থেকে আরো বেহায়া এক কিছিমের মানুষ আছে চিনেন ওদের?

নাহ্।

কেন কোনো দিন পার্কে টার্কে যান নাই?

হয়েছে হয়েছে। জেনে রাখ গিনেস আবুল, ফেবুতেও এর চেয়ে জঘন্য মানুষ বাস করে, তোর চোখ থাকলে দেখতে পারিস। আর আশপাশের কথা তো তর জানাই।

আবুল আমার কথায় কোনো প্রতিক্রিয়া দেখাল না। মনে হয় সে কানে শোনেনি। মাঝে মাঝে সে কম শোনে। না শুনলে বাঁচলাম।

যেভাবে পাগলা কুত্তার কিচ্ছা শুরু করছিল কী থেকে কী জানি বলে ফেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close