reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২৪

শহরালির কড়চা

হাড় কাঁপানো কঠিন শীতে

বর্ণনাতীত কষ্ট

গরিব-দুঃখীর চোখে-মুখে

ছাপ ভাসে তার পষ্ট।

যাচ্ছে থেমে জীবন চলার

খুব স্বাভাবিক ছন্দ

জুটছে না ভাত সময়মতো

কাজকাম প্রায় বন্ধ।

গরম কাপড় নেই শরীরে

যা আছে তা ছিন্ন

ফুটে ওঠে শুধুই তাতে

ঘোর অভাবের চিহ্ন।

শৈত্যবায়ুর প্রচণ্ডতা

যেন ভয়াল অস্ত্র

উগ্রতা তার বুঝতে পারে

স্বল্প যাদের বস্ত্র।

নিঃস্বজনে উপকৃত

হতেই পারে মস্ত

ধনাঢ্যরা বাড়ায় যদি

একটু তাদের হস্ত।

* শচীন্দ্র নাথ গাইন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close