গাজীপুর প্রতিনিধি
বাউবির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
র্যালি, বেলুন ও পায়রা উড়িয়ে আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘বিশ্ববিদ্যালয় দিবস ও ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উদযাপন করা হয়েছে।
সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান মালার শুভ সূচনা করা হয়। পরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, বেলুন উড়ানো এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদসহ সব শহীদের প্রতি বাউবির শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাউবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। র্যালিটি পুরো ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে।
পরে বাউবির হল রুমে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে মূখ্য আলোচক ছিলেন বাউবির প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম. শমশের আলী।
বক্তব্য দেন বাউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। অনুষ্ঠানে জুলাই-আগস্টের ছাত্র-জনতা অভ্যুত্থানের সময় বাউবির আহত চার শিক্ষার্থীর হাতে পঞ্চাশ হাজার টাকা করে চেক তুলে দেয় বাউবি কর্তৃপক্ষ। এছাড়া বাদ জোহর বিশেষ মোনাজাত করা হয়।
"