মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে ৬০ কেজি ইলিশ জব্দ ও জরিমানা
মিরসরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে ইলিশ মাছ বিক্রির অভিযোগে ব্যবাসায়ী মানিক দাস (৫৩) ও নন্দলাল দাস (৫২) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজারে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার করেরহাট, বড়তাকিয়া, মিঠাছড়া ও আবুতোরাব বাজারে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মিঠাছরা বাজার হতে ব্যবসায়ী মানিক দাস ও নন্দলাল দাসকে ৬০ কেজি ইলিশ মাছসহ আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করার সময় সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ বিক্রয়ের অভিযোগে ২ মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় বাজারের বিভিন্ন পণ্যের বিক্রেতাদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন করা ও নির্ধারিত দামে পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এই ধরণের অভিযান অভ্যাহত থাকবে।
উল্লেখ্য; ইলিশ প্রজনন মৌসুম উপলক্ষে সরকার কর্তৃক চলতি মাসের ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
"