শরীয়তপুর প্রতিনিধি
ডামুড্যা
জমি বিরোধে মারধরে জামায়াত নেতার মৃত্যু
সিরাজুল মাঝির সঙ্গে শরীফ মাঝির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ
শরীয়তপুরের ডামুড্যায় বাড়ির সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে সিরাজুল ইসলাম মাঝি নামে একজনের মৃত্যুর অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার সকালে উপজেলার সিড্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম সিড্যা এলাকার মৃত নুরবক্স মাঝির ছেলে এবং সিড্যা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও রুকন। হত্যার অভিযোগে তার পরিবার থানায় মামলা করবে বলে জানা গেছে।
স্থানীয় ও ডামুড্যা থানা সুত্রে জানা গেছে, সিরাজুল মাঝির সঙ্গে তার নাতি (ভাতিজা জাহাঙ্গীর মাঝির ছেলে) শরীফ মাঝির দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার সকালে বাড়ির উঠোনে থাকা টিনের বেড়া নিয়ে শরীফেরর সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। এতে হাতাহাতির এক পর্যায়ে আঘাত পাওয়ার পর সিরাজুল মাঝিকে স্বজনরা ভেদরগঞ্জ স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সিরাজুল মাঝির মেয়ের জামাই মো. সাইফুল ইসলাম বলেন, জাহাঙ্গীর মাঝিরা দীর্ঘদিন যাবত আমার শশুরের জায়গায় বেড়া দিয়ে কোনঠাসা করে রেখেছিল। আজ (বুধবার) আমার শশুর তার জায়গায় কাজ করতে গেলে শরীফ মাঝি লোকজন নিয়ে বাধা দিয়ে পিটিয়ে আহত করে।’
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘ভাতিজার ছেলে শরীফ মাঝির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজুল মাঝি নামে একজন নিহত হয়েছেন। সিরাজুল মাঝি আগে থেকেই স্ট্রোকের রোগী ছিলেন বলে শুনেছি। মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
"