গাজীপুর প্রতিনিধি

  ১৮ এপ্রিল, ২০২৪

গাজীপুরে বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু আহত ৬

গাজীপুরে ব্যাটারি তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ‘পু সুকি’ (৫২) নামে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন বাংলাদেশি শ্রমিক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন এর তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় গাজীপুর মহানগরের কাশিমপুর থানার পানিশাইল এলাকার টং রুই দ্যা ইন্ডাস্ট্রি নামে ব্যাটারি তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি মহিউদ্দিন বলেন, কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং এলাকার মৌসুমি গার্মেন্টসের নিচে চায়না মালিকানাধীন টং রুই দ্যা ইন্ডাস্ট্রি (স্থানীয়ভাবে চায়না ব্যাটারি ফ্যাক্টরি নামে পরিচিত) একটি ব্যাটারী তৈরির কারখানায় রাত সাড়ে ৭টার দিকে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে একজন চায়না নাগরিক ও ৬ জন বাংলাদেশি শ্রমিক আহত হয়। পরে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নেওয়া হলে মারাত্মক আহত চায়না নাগরিক পু সুকি (৫২) মারা যান। তিনি আরো বলেন, নিহত চায়না নাগরিক ওই কারখানায় প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। আহত ৬ জন শ্রমিকের মধ্যে অমল ঘোষ (৩২) নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি পাঁচজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close