ক্রীড়া  ডেস্ক

  ০৪ মে, ২০২৪

উন্নতি নেই বাংলাদেশের 

ছবি : সংগৃহীত

৩ বছর আগে আইসিসি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশ যেখানে ছিল, এখনও সেখানেই আছে। সম্প্রতি আইসিসির বার্ষিক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। ২০২১ সালে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে নবম ও ওয়ানডেতে অষ্টম স্থানে থাকা টাইগাররা তিন বছর পরেও ৫৩, ২৩১, ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে একই স্থানে অবস্থান করছে।

আর এ জন্য তাদের অধারাবাহিক পারফরম্যান্সই দায়ী। বিষয়টি সাম্প্রতি উদারহণ দিয়েই তুলে ধরা যাক। গেল মাসে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ওয়ানডে ২-১ এ জিতলেও সমান সংখ্যক টি-টোয়েন্টিতে তারা ২-১ হেরেছে।

টেস্ট ফরম্যাটে অবস্থা তো আরো চিন্তা জাগানিয়া। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেরে একই প্রতিপক্ষের বিপক্ষে গড়ানো দুই ম্যাচ সিরিজের টেস্টের একটিতেও জয় দূরে থাক ড্র নিয়েও মাঠ ছাড়া হয়নি স্বাগতিকদের। তবে টেস্ট র‌্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে টপকে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে লাল বলের ক্রিকেটের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অজিরা। ১২০ পয়েন্ট নিয়ে ভারত দুয়ে, আর ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ইংল্যান্ড।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close