বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

  ০৪ মে, ২০২৪

বীরগঞ্জে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল

ছবি : প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের বীরগঞ্জে ৫নং সুজালপুর ইউনিয়নের জগদল মুড়িয়ালা গ্রামে কৃষি যন্ত্রপাতি ও লাগসহ প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পের অর্থায়নে ও দিনাজপুরের কৃষি গবেষণা কেন্দ্র বাস্তবায়নে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ মে শনিবার সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফার্ম মেশিনারিজ এন্ড পোস্ট হারভেষ্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ (এফ এম পি ই) ড: মু. নুরুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুরের কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামসুল হুদা, বীরগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সুবর্ণা মোস্তারী, দিনাজপুরের কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী কর্মকর্তা মো. লুৎফর রহমান ও মো. আশিকুর রহমান। এ সময় এলাকার কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close