মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২৪

হাঁটতে চায় শিক্ষার্থী বাদশা

চট্টগ্রামের মিরসরাই পৌরসদরের (ঢাকা-চট্টগ্রাম) মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির চাপায় দুপা থেঁতলে যাওয়ায় চিকিৎসাধীন বাদশা (১২) নামের শিক্ষার্থী। গত বছরের ২ নভেম্বর সন্ধ্যায় একটি কার্ভাডভ্যান তাকে চাপা দেয়। এ সময় তার দুটি পা থেঁতলে যায়। বাম পায়ের ৫টি অংশ ভেঙে যায়। বাদশা মিরসরাই পৌরসভার শামছুল হকের ছেলে ও লতিফীয়া কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মিরসরাই ভূমি অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকানে সবজি বিক্রেতা।

বাদশার বাবা শামছুল হক বলেন, দুর্ঘটনার পর তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়। পরবর্তীতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখানে ১২দিন চিকিৎসার পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করায়। চিকিৎসার জন্য এ পর্যন্ত প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। তার চিকিৎসার জন্য আরো ৫ লাখ টাকা প্রয়োজন। সাহায্যের জন্য ০১৮২৬-৫৩৬৮৯৭ (বিকাশ) এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।

স্থানীয় কাউন্সিলর জহির উদ্দিন বলেন, সামছুল হক একজন সবজি বিক্রেতা। সমাজের ভিত্তশালীরা যদি এগিয়ে আসেন তাহলে বাদশাকে সুস্থ করে তোলা সম্ভব হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close