হাতিয়া (নোয়াখালী) ও কয়রা (খুলনা) প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২৪

হাতিয়ায় জাটকা জব্দ সুন্দরবনে জেলে আটক

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৪২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এদিকে, সুন্দরবন খুলনা পুটনিরদীপ এলাকায় মাছ ধরার দায়ে ৫ জেলেকে আটক করেছে বনবিভাগ। গত বৃহস্পতিবার বিকেলের দিকে নীলকমল টহল ফাঁড়ির কাছ থেকে তাদের আটক করা হয়।

হাতিয়া প্রতিনিধি জানান, জব্দ জাটকা গতকাল শুক্রবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয় এবং আটক শ্রমিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন কোস্টগার্ড হাতিয়া স্টেশন কমান্ডার ও গোয়েন্দা কর্মকর্তা।

বিসিজি হাতিয়া স্টেশন কমান্ডার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার তীরবর্তী হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালিয়ে ৪২০ মণ জাটকাসহ বিসমিল্লাহ নামের একটি কার্গোবোট জব্দ করা হয়। এ সময় ১৬ জন শ্রমিককেও আটক করা হয় বলেও জানান তিনি।

এদিকে কয়রা প্রতিনিধি জানান, আটক জেলেদের গতকাল শুক্রবার উপজেলা জেলহাজতে পাঠানো হয়। আটক জেলেরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী গ্রামের আল আমিন আকন, শংকর তালুকদার, উজ্জ্বল, অলক সরদার ও সুমন তালুকদার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close