মানিকগঞ্জ প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২৪

নিয়মের বাইরে ইটভাটা

মানিকগঞ্জে ৪ ভাটা মালিককে জরিমানা

মানিকগঞ্জ সদর উপজেলায় ইট প্রস্তত ও ভাটাস্থানের আইন অমান্য করে ইটভাটা স্থাপনের অপরাধে চারটি ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম এ জরিমানা করেন।

জরিমানা করা ইটভাটাগুলো হচ্ছে, মানিকগঞ্জ সদর উপজেলার মের্সাসজামাল অ্যান্ড সন্স, মের্সাস অসীম ট্রের্ডাস, মের্সাস আব্দুর রহমান অ্যান্ড কোম্পানী এবং মের্সাস আব্দুল মালেক ব্রিকস।

মুহসিয়া তাবাসসুম জানান, ৪ ইটভাটাকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও আগামী ৩০ দিনের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে করবে। তাণ্ডনা হলে গ্রহনযোগ্য স্থানে ইটভাটা স্থানান্তর করবে। এই মর্মে ভাটার মালিকদের থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম সামিউল আলম কুরসী ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাকসহ পুলিশ সদস্যরা সহযোগীতা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close