বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২৪

৩ বছর পালিয়েও রক্ষা হলো না আবদুল ওহাবের

তিন বছর পালিয়ে থাকার পর অবশেষে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যশোরের শার্শার মাদক সম্রাট আবদুল ওহাব (৫৮)। র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে ঢাকার সাভার থানার হেমায়েতপুর থেকে গত সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল ওহাব যশোরের শার্শার নাভারণ রেল বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, ২০১২ সালের ১২ জুলাই বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আবদুল ওহাব ঢাকার রমনা থানা এলাকা হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে রমনা থানায় মাদক আইনে মামলা রুজু হয়। ওই মামলায় গ্রেপ্তার আসামি প্রায় পাঁচ মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঢাকার আদালত ২০২০ সালের ২২ জানুয়ারি আসামিক যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের সাজা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close