কুড়িগ্রাম প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২৪

চুরি যাওয়া জেনারেটর পুনরুদ্ধারে আলটিমেটাম

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) থেকে অর্ধকোটি টাকা মূল্যের জেনারেটর চুরির ঘটনায় মানববন্ধন করেছেন কৃষকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রব সরকার রাজু, কুড়িগ্রাম কৃষকলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মমিনুর রহমান মমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া জেনারেটর উদ্ধার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এর আগে ২০২২ সালের জুনে কুড়িগ্রাম অফিসের সাবেক উপপরিচালক আবদুর রশিদ (বর্তমানে অবসরে), সাবেক ক্যাশিয়ার আবদুল আজিজসহ কয়েকজন কর্মচারী যোগসাজশে জেনারেটরটি বিক্রি করে দেন। প্রমাণ মেটাতে অফিসের সিসি ক্যামেরা বন্ধ রাখাসহ জেনারেটরের নথিপত্রসংবলিত ফাইলও সরিয়ে ফেলা হয়।

জেনারেটরের কক্ষ থেকে আলামত আড়াল করতে কক্ষটি একজন কর্মচারীকে বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি প্রকাশ হলে পরিস্থিতি সামাল দিতে অরেকটি ছোট জেনারেটর রেখে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ নিয়ে কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংক্ষুব্ধ কৃষক পরবর্তী উপপরিচালক ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন।

তবে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বদলে অভিযোগকারীদের কুড়িগ্রাম থেকে বদলি করা হয়।

তদন্তে জেনারেটর চুরির সত্যতা মিললেও শেষ পর্যন্ত বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পড়ে জেলার কৃষকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close