রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২৪

রৌমারীতে তীব্র শীতেও কিন্ডারগার্টেন খোলা

সরকারি আদেশ উপেক্ষা করে কুড়িগ্রামের রৌমারীতে প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়গুলো খোলা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, রৌমারী উপজেলা শহরে অবস্থিত সাদেক হোসেন মেমোরিয়াল হাইস্কুল, মর্নিংসান কিন্ডারগার্টেন, আল-ফালাহ্ মডেল স্কুল ও আর্কিডিয়ান কলেজ খোলা রয়েছে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও বাদ পড়েনি।

স্কুল বন্ধের বিষয়ে জানতে চাইলে সাদেক হোসেন মেমোরিয়াল হাইস্কুলের পরিচালক মোবাসেরুল হক বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক কিন্ডারগার্টেনগুলো চলে না। আমরা খোলা রাখব কী রাখব না সেটা আমাদের একতিয়ার, তারা আমাদের কোনো কর্মকর্তা নন।’

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) নুর মোহাম্মদ বলেন, ‘বিদ্যালয় বন্ধের জন্য সরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেনের সব প্রধান শিক্ষক এবং পরিচালককে চিঠি দিয়েছি। এখনো অনেক প্রতিষ্ঠানের প্রধানরা বিদ্যালয় খোলা রেখেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, রৌমারী উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলো বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা কিন্ডারগার্টেন ও প্রাইভেট বিদ্যালয়গুলো বন্ধ রাখেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close