রংপুর ব্যুরো

  ১৭ জানুয়ারি, ২০২৪

রংপুরে অপরাজিতা নেটওয়ার্কের মতবিনিময়

রংপুর সদর উপজেলায় জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়নবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর সদর উপজেলা পরিষদ হল রুমে অপরাজিতা নেটওয়ার্কের আয়োজনে এ মতবিনিময় সভা হয়।

নারী নির্যাতন বন্ধ করি সবাই সুখের সমাজ গড়ি। নারীর ক্ষমতায়নের জন্য তাদের অধিক হারে রাজনীতিতে অংশগ্রহণ জরুরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্য দেন অপরাজিতা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী ফিরোজ নুরুন্নবী যুগল প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, চন্দন পাঠ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, সদ্যপুস্করনি ইউপি চেয়ারম্যান সোহেল রানা, জেলা অপরাজিতা নেটওয়ার্কের সদস্য সুলতানা আক্তার, অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং অডিনেটর আরফিনা আক্তার, জেলা কর্মসূচি সমন্বয়কারী রঞ্জিতা দাস, ইউপি সচিব ও ইউপি সদস্য রত্না পারভীন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close