পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০২ জানুয়ারি, ২০২৪

নির্বাচনী সহিংসতা

পটিয়ায় আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারে হামলা, গাড়ি ভাঙচুর ও নির্বাচনী সহিংসতা মামলায় প্রজ্ঞাজৌতি বড়ুয়া লিটনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার ভোরে উপজেলার কুসুমপুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহয়তায় পটিয়া থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রজ্ঞাজৌতি বড়ুয়া লিটন (৫২), যুবলীগ নেতা মইন উদ্দিন মনির (৪৮), মাহমুদুল হাসান মিছবাহ (২৫), নাফিস ইকবাল (২২) ও সাদমান বিন আসাদ (১৮)।

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর ১২টার দিকে শান্তিরহাট ও কুসুমপুরা ইউনিয়ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারে গাড়িবহরে হামলার অভিযোগ নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলামের অনুসারীদের বিরুদ্ধে। ওই ঘটনায় হুইপের গাড়িসহ ৬ থেকে ৭টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ঈগল প্রতীকের ২ সমর্থক গুলিবিদ্ধ হয়। আহত হন হুইপের আপন ছোট ভাই-বোনসহ ২৫ জন কর্মী-সমর্থক। ওই দিন দুই দফায় হামলার ঘটনায় পটিয়া থানায় হুইপ সামশুল হকের দুইভাই বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close