আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

  ১৫ মার্চ, ২০২৩

আত্রাইয়ে যক্ষ্মা বিষয়ে কর্মশালা

নওগাঁর আত্রাইয়ে যক্ষা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) আত্রাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশাল অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিও সাইদুর রহমান, আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ মাহমুদুল হক, এফএলএস সোহাগ ও সোহেল যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন। বক্তারা যক্ষ্মা রোগের লক্ষণ হিসেবে কোনো মানুষ দুই সপ্তাহের বেশি সময় ধরে জ্বর ও কাশি, শরীর শুকিয়ে যাওয়া, শারীর দুর্বল হয়ে যাওয়া, কাশির সঙ্গে রক্ত আসা, শরীরের যেকোনো স্থানে হঠাৎ ফুলে যাওয়া বা ঘায়ের মতো হয়ে চুলকানো দেখা দিলে যক্ষ্মার পরীক্ষা করানোর পরামর্শ্ব দেন।

সেইসঙ্গে যক্ষ্মা রোগ ছোঁয়াচে নয় এবং সম্পূর্ণ নিরাময়যোগ্য বলে জানান। এছাড়া সারাদেশে স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এ রোগের পরীক্ষা ও চিকিৎসা করা হয় বলে জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close