দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

প্রতিযোগিতা

‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’-প্রতিপাদ্য নিয়ে দুর্গাপুরে পথ পাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে প্রেসক্লাব মিলনাতয়নে শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা হয়। তিনটি ক্যাটাগরিতে শিশু কিশোররা প্রতিযোগিতায় অংশগ্রহন করে অংকন করে আমার দেখা বাংলাদেশ।

এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক এসএম রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন, পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ার সহ-সভাপতি জিয়াউল হক শুভ, সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য গ্রন্থাগারের ভূমিকা অপরিহার্য। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ গড়বেন, তাতে স্মার্ট গ্রন্থাগারের ব্যাপক ভূমিকা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close