কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

  ০৪ জুলাই, ২০২২

অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রতিবাদে ও সরকারের নির্ধারিত কিলোমিটার হিসেবে ভাড়া নেওয়ার দাবিতে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়েছে।

গতকাল রবিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ডে কালকিনি ও ডাসার উপজেলার সচেতন মহলের ব্যানারে ঘন্টা ব্যাপী এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। এদিকে আগামী এক মাসের মধ্যে ন্যায্য ভাড়া নির্ধারণ না করা হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মানববন্ধনকারীরা।

জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ও বরিশাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে প্রতিদিন শতাধীক যাত্রীবাহি বাস যাওয়া-আসা করেন কালকিনির ও ডাসার দুই উপজেলার প্রান কেন্দ্র ভুরঘাটা বাসস্ট্যান্ডের উপর দিয়ে।

এইসব বাসের দুই উপজেলার (ভূরঘাটার) যাত্রীদের কাছ থেকে বারিশাল গামী ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা গামী গাড়িতে ভাড়া নেওয়া হয় বরিশালের সমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close