তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

  ২০ জুন, ২০২২

অপহৃত কিশোরী পীরগঞ্জে উদ্ধার

অপহরণ মামলার ২৪ ঘন্টার মধ্যে এক কিশোরীকে উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ এলাকা থেকে অপহরণকারির বাড়িতে অভিযান চালিয়ে তেঁতুলিয়া বাংলাবান্ধার অপহরণ হওয়া এক ভ্যান চালকের স্কুল পড়ুয়া কন্যাকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারি বাবলু ইসলাম বাবুকে গ্রেপ্তার করে গত শনিবার দুপুরে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাবু ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার মাটিয়ানি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ভুক্তভোগী পরিবার জানায়, গত ৫ জুন বাংলাবান্ধা থেকে এক ভ্যান চালকের মেয়েকে অপহরণ করে বাবলু ইসলাম বাবু। বাবু পেশায় একজন রাজমিস্ত্রি। সেই সুবাধে মুজিব বর্ষ উপলক্ষে দরিদ্র ভ্যান চালকের মাকে একটি ঘর বরাদ্দ দেওয়া হলে সে ঘর নির্মাণ করছিলেন বাবু। কাজের ফাঁকে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে জোর করে সম্পর্ক গড়তে চায় সে। পরে ঘরের-বাইরে ও স্কুলে যাওয়ার সময় উত্ত্যাক্ত করতো বাবু। বিষয়টি জানার পর বাবুকে সতর্ক করার পর বাড়িতে লোকজন না থাকার সময় ফুসলিয়ে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে বাবু। পরের দিন অপহরণকারী বাবু এক অজ্ঞাত মোবাইল নম্বর দিয়ে জানায় তাদের মেয়েকে অপহরণ করেছে। পরে গত ১৬ জুন ওই কিশোরীর বাবা থানায় অপহরণ মামলা করেন।

এ বিষয়ে মডেল থানার এসআই লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানের মাধ্যমে অপহৃতা কিশোরীকে উদ্ধার করি ও বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে দুপুরে মেয়েটিকে তার বাবার হাতে তুলে দিয়ে অভিযুক্ত বাবুকে জেলা কারাগারে পাঠিয়ে দেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close