সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০২০

সিরাজগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান

সিরাজগঞ্জে জন্মনিবন্ধন নিশ্চিতকরণ ও বাল্যবিয়ে প্রতিরোধ অ্যাপস-এর পরিচিতি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বৃদ্ধি করে বাল্যবিয়ে। তাছাড়াও শারীরিকভাবে শিশু ও প্রসূতি নানা রোগে আক্রান্ত হয়ে ভোগান্তির শিকার হয়ে পড়েন। বর্তমান সরকার বাল্যবিবাহ প্রতিরোধ কল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যা বাস্তবায়নে প্রতিটি অভিবাবক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইউএনও সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close