ইবি প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৯

বানভাসি মানুষের পাশে ইবির স্বেচ্ছাসেবী সংগঠন

উজান থেকে নেমে আসা পানির ঢল আর বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর ফলে পানি বন্ধি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। আর এসব বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

গতকাল বৃহস্পতিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রায় সাড়ে তিনশ’ পরিবারের মাঝে যৌথভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’, ‘ইআরএইচ’ ও ‘স্বপ্নকানন’। এ সময় তারা প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, খাবার স্যালাইন, দিয়াশলাইসহ প্রায় ১৬ রকমের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করে। ত্রাণ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষক শিপন মিয়া, বুননের সম্পাদক সাগর আলী, যুগ্ম সম্পাদক আহমেদ তৌফিক, স্বপ্নকাননের সদস্য ইলিয়াস, ইআরএইচ’র সদস্য নূরে সাগির প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close