ভোলা প্রতিনিধি

  ১৪ জুন, ২০১৯

বাল্যবিয়ের চেষ্টা

ভোলায় বর-কনে ও কাজিসহ ৯ জনের জেল-জরিমানা

ভোলায় পৃথক দুটি বাল্যবিয়ে পড়ানোর অপরাধে বর-কনে, অভিভাবক ও কাজিসহ ৯ জনের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে তিনজনকে ছয় মাস করে কারাদন্ড, চারজনকে ১০ হাজার টাকা করে ও দুজনকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা অনুযায়ী এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন কাজি মো. ইকবাল হোসেন, তার সহকারী মো. হাসান, বর মো. সজিব। এদের মধ্যে কাজি মো. ইকবাল হোসেন সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকার সৈয়দ আহম্মদের ছেলে। তার সহকারী মো. হাসান একই উপজেলার আলীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. আবদুল মতিনের ছেলে এবং বর মো. সজিব বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close