স.ম.আব্দুস সাত্তার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

  ১৮ জানুয়ারি, ২০১৮

রায়গঞ্জসহ চলনবিলের শুঁটকি চাতালিদের মাথায় হাত

সারা দেশে চলছে একটানা প্রবাল শৈত প্রবাহ। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রোদ। ফলে চাতালে শুটকি শুকাতে না পেরে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জসহ চলনবিলের প্রায় দুই শতাধিক শুটকি চাতালিদের। চলনবিলের মিঠা পানির মাছের শুটকির কদর রয়েছে সারা দেশসহ বিশে^র বিভিন্ন রাষ্ট্রে। যার কারণে শরতের শুরুতেই বিভিন্ন স্থান থেকে রায়গঞ্জে তথা চলনবিলের বিভিন্ন স্থানে শুটকির চাতাল গড়ে তোলেন শুটকি চাতালিরা। বিগত দু’মাসে শুটকি ব্যবসায় চাতালিরা লাভবান হলেও বর্তমানে তেমন রোদ না থাকায় গত এক সপ্তাহ ধরে শুটকি প্রক্রিয়াজাত করতে পারছেন না। যার কারণে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে তাদের। চাতালিরা জানায়, প্রতিদিন একটি চাতালে ৮ থেকে ১০ জন কর্মচারী কাজ করে থাকে। চাতালে শুটকি না থাকলেও কর্মচারীদের মুজুরী পরিশোধ করতে হয় প্রতিদিন। অপরদিকে রোদ না থাকার কারণে অনেক মাছ পচে যাচ্ছে। রায়গঞ্জের সলঙ্গা থানার রামারচর শুটকি চাতালে কথা হয় শুটকি চাতালি হারেছ আলীর সঙ্গে। হারেছ আলী অধিক লাভের আসায় পাবনার বেড়া থেকে এসে শুটকির চাতাল গড়েছেন উল্লেখিত স্থানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist