চট্টগ্রাম ব্যুরো

  ২৮ মার্চ, ২০১৭

চট্টগ্রামে ১০ জনকে স্বাধীনতা সম্মাননা পদক প্রদান

চট্টগ্রামের ১০ বিশিষ্ট নাগরিক ও গুণীজনকে স্বাধীনতা সম্মাননা পদক প্রদান করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত রোববার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে পদকপ্রাপ্তদের পদক তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পদকপ্রাপ্ত বিশিষ্টজনরা হলেন-মুক্তিযুদ্ধা মোখতার আহমদ (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে ভূপতি ভূষণ চৌধুরী (মানিক চৌধুরী মরণোত্তর), সাংবাদিকতায় আতাউল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ নীরদ বরণ বড়–য়া (মরণোত্তর), চিকিৎসায় ডা. ফজলুল আমীন (মরণোত্তর), শিক্ষায় বেগম হাসিনা জাকারিয়া, শিশু চিকিৎসায় ডা. প্রণব কুমার চৌধুরী, নারী জাগরণে বেগম রুনু সিদ্দিকী (মরণোত্তর), সমাজসেবায় সাফিয়া গাজী রহমান ও ক্রীড়ায় মোজাম্মেল হক।

স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন, যুথিকা সরকার, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম।

জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গঠনের প্রস্তাব : জঙ্গিবাদ প্রতিরোধে চট্টগ্রাম নগরের প্রতিটি ওয়ার্ডে ৩০ সদস্যের কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গত রোববার বিকেলে স্বাধীনতা দিবসে নগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ শক্তি দিয়ে জঙ্গিবাদ প্রতিরোধের চেষ্টা করছেন। কিন্তু নাগরিকদেরও দায়িত্ব রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist