reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২৪

আরসা কমান্ডার রাইফেলসহ গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি জি ত্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও এপিবিএন পুলিশ দাবি করেছে।

বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে নুরুল ইসলাম নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলাম ১৩ নম্বর ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা গোলাম হোসেনের ছেলে।

শুক্রবার সকালে ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ ১৩ নম্বর ক্যাম্পের একটি গোপন আস্তানায় অবস্থান করছে। এই খবরের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের ওই আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন পুলিশ মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার কমান্ডার নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশ ওই আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি ত্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

নুরুল ইসলামকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরসা কমান্ডার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close