reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০২৪

এমবাপেকে নিয়ে ব্রাজিলিয়ানদের সতর্ক করলেন নেইমার

বার্সেলোনা থেকে রেকর্ড অর্থে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র গিয়েছিলেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। ২০১৭ সাল থেকে সেখানেই ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপের সঙ্গে জুটি নেইমারে। একই সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত পিএসজির জার্সি গায়ে দুই জন একই সঙ্গেই খেলেছেন। কিন্তু সময়ের সঙ্গে দুই জন পাড়ি জমিয়েছেন দুই ভিন্ন ক্লাবে।

পিএসজি ছেড়ে নেইমার এখন সৌদি আরবে। খেলেন আল হিলালের হয়ে। অন্যদিকে এমবাপে এই মৌসুমে যোগ দিয়েছেন স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। এই দুই তারকার সম্পর্ক পিএসজিতে শুরুর দিকে বন্ধুত্বপূর্ণ থাকলেও সময়ের সঙ্গে স্বার্থের সংঘাতে সম্পর্ক তিক্ত হয়ে উঠে। লম্বা সময় একসঙ্গে কাটানোর পর তিক্ততা নিয়েই শেষ পর্যন্ত আলাদা হয়ে যান বর্তমান সময়ের দুই তারকা।

তাই রিয়ালে খেলা দুই ব্রাজিল সতীর্থ ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোকে এমবাপের ব্যাপারে সতর্ক করে দিলেন নেইমার। ফরাসি সাংবাদিক ও টেলভিশিন ব্যক্তিত্ব সাইরিল হানুনা জানিয়েছেন, এমবাপের ব্যাপারে ব্রাজিলিয়ান সতীর্থদের সতর্কবার্তা পাঠিয়েছেন নেইমার। তিনি জানিয়েছেন, এমবাপের সঙ্গে খেলাটা নরকযন্ত্রণার মতো।

‘ইউরোপ ওয়ান’ নামে একটি পডকাস্টে সাইরিল হানুনা বলেছেন, ‘রিয়ালে খেলা সেই ব্রাজিলিয়ানরা নেইমারের বন্ধু। আর নেইমার ও এমবাপের মধ্যে যুদ্ধটা সব সময় বিরাজমান ছিল। সেই পরিপ্রেক্ষিতে নেইমার ব্রাজিলিয়ান বন্ধুদের একটি বার্তা পাঠান। যেখানে সে তাদের বলে, এমবাপের সঙ্গে খেলাটা বিপর্যয়কর। এটা অনেকটা নরকযন্ত্রণার মতো।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউরোপ ওয়ান,সাইরিল হানুনা,এমবাপে,নেইমার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close