কবিরহাটে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার ইউনিট এবং ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭ টা থেকে কবিরহাট সরকারী কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কবিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফখরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী মুহাম্মদ ইয়াসিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর হাফেজ মাহবুবুর রহমান, নায়েবে আমীর মাওলানা এনায়েত উল্লাহ, উপজেলা মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি আবু মুজাহিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন ভূঞা, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ সাইফুল, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওলি উল্লাহ, পৌরসভার আমীর মাওলানা ফজলুল্লাহ, চাপ্রাশিরহাট ইউনিয়ন আমীর আনোয়ার হোসেন, নরোত্তমপুর ইউনিয়ন আমীর সোহরাব হোসেন ফরাজি,
এসময় জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার বলেন, ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। তাই এই বিজয়কে টেকসই ও অর্থবহ করতে জামায়াতের রুকনদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি দলমত, ধর্ম-বর্ণ বাছ-বিচার না করে মানুষের কল্যাণে কাজ করতে জামায়াতের সব জনশক্তিদের প্রতি আহ্বান জানান।