ময়মনসিংহ প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২২

মসিকে ‘বঙ্গবন্ধু গ্যালারি’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বর্ণাঢ্য জীবন তুলে ধরতে ‘বঙ্গবন্ধু গ্যালারি’ স্থাপন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। গতকাল নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনের গ্রাউন্ড ফ্লোরের একটি কক্ষে স্থাপিত এ গ্যালারির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণ করে এই দিনে গ্যালারিটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ৮০০ বর্গফুটের এ গ্যালারিতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ছাত্রজীবন, রাজনৈতিক, পারিবারিক জীবন ও রাষ্ট্র পরিচালনাকালীন শতাধিক ছবি, বঙ্গবন্ধুর বাণী, চিঠি, বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের মন্তব্য, ভাষণের ভিডিও ক্লিপ ইত্যাদি।

বঙ্গবন্ধু গ্যালারি নির্মাণের উদ্যোক্তা ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা সম্ভব নয়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনেই আমরা স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পেয়েছিলাম। তিনি যদি জন্ম না নিতেন তবে লাল-সবুজের পতাকা নিয়ে বিশ্বের বুকে মাথা তুলে আমরা দাঁড়াতে পারতাম না।’

মেয়র আরো বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক মুহূর্ত, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং দেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর যে কর্মপরিকল্পনা ছিল, সবকিছুই আমরা এ গ্যালারির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যাতে করে নতুন প্রজন্ম এটি জানতে পারে। ’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close