reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২১

পিডিবিতে বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ২০১৯ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের মধ্যে বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে ১৩১ জন সহকারী প্রকৌশলীর মধ্যে সনদপত্র বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বলেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে অল্প যে কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অন্যতম। বর্তমানে বিদ্যুৎ খাতে অনেক প্রতিষ্ঠান থাকলেও সবক’টিই আবর্তিত হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ঘিরে। এ কারণে এই প্রতিষ্ঠানটির কর্মীরা অবশ্যই গর্ব করতে পারেন। তিনি নবীন প্রকৌশলীদের উদ্দেশে বলেন, তাদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশের বীজ। তিনি তাদের নিজ প্রতিষ্ঠান ও দেশের প্রতি দায়িত্বের কথা মাথায় রেখে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হলো বিদ্যুৎ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close