রাজশাহী ব্যুরো

  ১৮ সেপ্টেম্বর, ২০২১

রাজশাহীর পদ্মাপাড়ের নিরাপত্তায় বসছে পুলিশ ক্যাম্প

রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ের লালনশাহ পার্ক থেকে হজরত শাহ মখদুম রূপোস (রহ.) মাজার শরিফের সামনে হয়ে পদ্মা গার্ডেন পর্যন্ত এলাকার পরিবেশ রক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচজন সদস্য নিয়ে লালনশাহ পার্কের ভেতরে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হবে। পরবর্তী সময়ে সেখানে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে আরএমপির কর্মকর্তাদের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরএমপির উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. তৌহিদুল আরিফ, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ অংশ নেন। সিটি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন আনার, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার মো. আশরাফুল হক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close