নিজস্ব প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০২১

বিএসটিআইয়ের অভিযান

২ পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপির অপরাধে দুটি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা ও ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

গত বৃহস্পতিবার ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় মেসার্স পূর্ণিমা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১১০ মিলি লিটার এবং একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৭০ মিলি লিটার কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। গত বুধবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় মেসার্স এবি অ্যান্ড সন্স প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৪০, ৪৭০ ও ৪৩০ মিলিলিটার এবং একটি পেট্রল ডিসপেন্সিং ইউনিটে ৪৩০ মিলিলিটার করে কম প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ও ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ নীরার নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত এবং স্কোয়াড অভিযানে সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদের নেতৃত্বে পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close