জাবি প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০১৯

রুম্পা ‘হত্যার’ বিচার দাবিতে জাবিতে মানববন্ধন

রাজধানীর বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার ‘হত্যাকারীদের’ বিচার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন হয়।

মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও আমাদের বোনদের ধর্ষণের শিকার হতে হয়। দেশে একের পর এক অপকর্ম হচ্ছে। বিচারহীনতার অপসংস্কৃতির কারণে বারবার এ ধরনের অপকর্ম হচ্ছে। আমাদের দাবিÑ যারা রুম্পা হত্যাকা-ের সঙ্গে জড়িত তাদের যেন অনতিবিলম্বে রাষ্ট্রীয় আইনে বিচার করা হয়। রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইন বলেন, আর কোনো রুম্পাকে যেন এভাবে মৃত্যুবরণ করতে না হয় এজন্য এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close