রংপুর ব্যুরো

  ১৬ মে, ২০১৯

রংপুরে অস্ত্রের ভুয়া লাইসেন্স আসামি ৩৯১ জন

কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করে ৩৮৯ জনকে ‘অস্ত্রের ভুয়া লাইসেন্স’ দেওয়ার অভিযোগে রংপুর জেলা প্রশাসনের এক কম্পিউটার অপারেটরসহ ৩৯১ জনের সম্পৃক্ততার ‘প্রমাণ’ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক মামলার তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে বলে কমিশনের এক কর্মকর্তা গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন।

অবৈধভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়ার অভিযোগে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের বিরুদ্ধে ২০১৭ সালের ১৮ মে একটি মামলা হয়। রংপুর কোতোয়ালি থানায় করা ওই মামলার তদন্তভার পরে দুদকের হাতে দেয় আদালত।

কমিশনের সহকারী পরিচালক আতিকুর রহমান তদন্ত শেষে যে অভিযোগপত্র দিয়েছেন, তা এরই মধ্যে দুদকের অনুমোদন পেয়েছে। সেখানে বলা হয়েছে, বেআইনিভাবে ৩৮৯ জনকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রমাণ পাওয়া গেছে তদন্তে। এর বাইরে একজন ‘মাধ্যম হিসেবে’ কাজ করেছেন। সব মিলিয়ে মোট ৩৯১ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাদের সবাইকে অভিযোগপত্রে আসামি করা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close