নিজস্ব প্রতিবেদক

  ১৭ অক্টোবর, ২০১৮

কল্যাণপুর পোড়াবস্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার কল্যাণপুরের নতুনবাজার পোড়াবস্তিতে উচ্ছেদ অভিযান চালিয়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসিসি জানায়, অভিযানের সময় অবৈধভাবে স্থাপিত তিন শতাধিক অস্থায়ী দোকান, সীমানা প্রাচীরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয় বলে দাবি করেছে ডিএনসিসি।

এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার বলেন, ‘অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের অভিযান সব সময় থাকে। আজ কল্যাণপুরে তিন শতাধিক দোকান উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করেছি। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close