বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ১৫ অক্টোবর, ২০১৮

রাজশাহীতে বিশ্ব মান দিবস পালিত

‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান’ প্রতিপাদ্যে রাজশাহীতে ৪৯তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর মনিবাজারের একটি কমিউনিটি সেন্টারে দিবসের তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) আঞ্চলিক পরিচালক তাহের জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) জাকীর হোসেন।

বিএসটিআইয়ের আয়োজনে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মাসুদুর রহমান। সভায় ব্যবসায়ী সংগঠনের নেতারা ও শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close