চবি প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০১৮

বাঙালির জীবন বৈশাখের গৌরবদীপ্ত কাব্য গাথা

চবি উপাচার্য

বাঙালির জীবন স্পন্দনে বৈশাখের গৌরবদীপ্ত কাব্য গাঁথা রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। গত শনিবার পহেলা বৈশাখের শোভাযাত্রা শেষে শহীদ আবদুর রব হল মাঠে মূলমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চবি উপাচার্য বলেন, বাঙালির জীবন স্পন্দনে গাঁথা রয়েছে বৈশাখের গৌরবদীপ্ত কাব্য। তাই বৃহত্তর জীবনবোধ ও সমষ্টিময় মানবিক চেতনায় পহেলা বৈশাখের প্রাণের উচ্ছ্বাস হোক ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মহান মুক্তিযুদ্ধের নির্ভীক চেতনার অগ্নিমশাল। ‘উন্নয়ন অভিযাত্রায় গর্বিত বৈশাখ’Ñ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণিল আয়োজনে সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ মহাসমারোহে উদযাপন করা হয়। সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ১নং গেট গোলচত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা।

এরপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্যসচিব মোহাম্মদ আলী আজগর চৌধুরী, চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist