চট্টগ্রাম ব্যুরো

  ২৯ জানুয়ারি, ২০১৮

ছাত্রলীগ নেতাকে গুলির নির্দেশদাতা আসামি রিমান্ডে

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা এনামুল হককে গুলি করে হত্যা চেষ্টার ঘটনার নির্দেশদাতা আসামি মো. সোলায়মানকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমানের আদালত এই আদেশ দেন। মো. সোলায়মান নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজারের মুন্সি মিয়া সওদাগরের বাড়ির মৃত মুন্সি মিয়ার ছেলে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমেদ বলেন, আসামি সোলায়মানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রসঙ্গত গত বছরের ৬ ডিসেম্বর ভোরে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় রমজান নামে এক সন্ত্রাসীর ?গুলিতে গুরুতর আহত হয়েছেন পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক। ১০ ডিসেম্বর রমজানকে নগরের চান্দগাঁও থানার খাজা রোডের একটি বাসা থেকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে, আগামী সিটি করপোরেশন নির্বাচনে ছাত্রলীগ নেতা এনামুল হককে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে তাকে গুলি করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেতা নামধারী বালু ব্যবসায়ী সোলায়মান। ছাত্রলীগ নেতা এনামুল বর্তমান কাউন্সিলর হারুন অর রশীদের অনুসারী হিসেবে পরিচিত। মো. সোলায়মান নামের ওই বালু ব্যবসায়ীর নির্বাচনী দৌড়ে বাধা সরানোর জন্যই এনামুলকে গুলি করেন মো. রমজান।

এই ঘটনায় আহত এনামুলের ছোট ভাই জাহেদুল হক বাদী হয়ে ঘটনার পরদিন বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় রমজান, মো. সোলায়মান, মো. তাজুল ও মো. ইসাকে আসামি করা হয়। এরপর উচ্চ আদালত থেকে পাঁচ সপ্তাহের জামিন পেয়েছিলেন সোলায়মান। জামিনের মেয়াদ শেষে গত ২১ জানুয়ারী চট্টগ্রামের সিএমএম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist