নোবিপ্রবি প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২৪

নোবিপ্রবির সঙ্গে সিসিডিবি এবং ওয়াটার এইডের চুক্তি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এবং ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গত রবিবার ঢাকায় সিসিডিবি প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এবং সিসিডিবির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার। ওয়াটার এইড বাংলদেশের ঢাকা প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এবং ওয়াটার এইড বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান স্বাক্ষর করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close