নিজস্ব প্রতিবেদক

  ০৯ মে, ২০২৪

সিএএর সিলভার সদস্যপদ অর্জন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অধীনে সিভিল অ্যারিয়েশন একাডেমি (সিএএ) ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে উন্নীত হয়েছে সিলতার ক্যাটাগরিতে। এ স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশাল সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশন। গত বুধবার ডমিনিকান রিপাবলিকের পুন্টকানায়, আইকাও গ্লোবাল ইমপ্লিমেন্টেশন সাপোর্ট সিস্টেম সম্পর্কিত এক সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মজিদুর রহমানর হাতে এ পদক তুলে দেওয়া হয়। বেবিচকের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইকাও এর কাউন্সিল সভাপতি সালভাটোর সসিটানো এবং মহাসচিব হুয়ান কার্লোস সালাজার। অনুষ্ঠানে সিভিল অ্যাভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীকে ‘আইকাও আইএসডি সার্টিফাইট ইন্সট্রাকটর’ সনদ প্রদান করা হয়। এ উপলক্ষে সিভিল অ্যাভিয়েশনে একাডেমির সিলভার সদস্যপদ প্রাপ্তিতে আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close