রায়হান সিকদার, লোহাগাড়া

  ১৬ মার্চ, ২০২৩

বাঁশভর্তি মিনিট্রাক জব্দ পদুয়া বন বিভাগের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া গেইট এলাকা থেকে অবৈধ বাঁশভর্তি মিনিট্রাক জব্দ করেছে পদুয়া বনবিভাগ। গত সোমবার (১৩ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।

জানা যায়, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় পদুয়া রেঞ্জের আওতাধীন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া গেইট এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি মিনি ট্রাকসহ পাচারকৃত বাঁশগুলো জব্দ করা হয়। পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় বনবিভাগের একটি টিম বার আউলিয়া গেইট এলাকায় অভিযান চালিয়ে বাঁশভর্তি মিনিট্রাকটি জব্দ করেছি। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ গাড়ি ও বাঁশগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close