শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৯ এপ্রিল, ২০২৪

শ্রীমঙ্গলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৪। গতকাল রবিবার সকালে শহরের ভানুগাছ রোডস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহা পরিদর্শকের কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপ মহা পরিদর্শকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার তাদের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দিসবটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার। শ্রম পরিদর্শক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) সন্দ্বীপ তালুকদার, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপ পরিচালক নাহিদুল ইসলাম, বাংলাদেশীয় চা সংসদের সিলেট বিভাগীয় চেয়ারম্যান জিএম শিবলী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, মৌলভীবাজার অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সভাপতি মো আব্দুর রব, টি স্টেট স্টাফ এসোসিয়েশনের সহ সভাপতি কংকন জ্যোতি ভট্টাচার্য প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close