গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ভাতিজাদের হামলায় চাচা আহত
গাজীপুরে ইট রেখে চাচার বাড়ির প্রবেশপথ বন্ধ করার জেরে ভাতিজাদের হামলায় গুরুতর আহত হয়েছেন চাচা আনিসুর রহমান (৫২)। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের কাশিমপুর লোহাকৈর এলাকায়। শনিবার গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্বরণীতে স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন আনিসুর রহমান। তিনি লোহাকৈর এলাকার আমিন উদ্দিন মোল্লার ছেলে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার চাচাতো ভাইয়ের ছেলে আরিফ মোল্লা, মারুফ মোল্লা ও মাসুদ মোল্লা মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার প্রতি ক্ষিপ্ত হয় ভাতিজারা। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ১৫ জানুয়ারি মাসুদ মোল্লা ট্রাকভর্তি ইট নিয়ে তার বাড়ির রাস্তায় রাখতে শুরু করে। এর জেরে ওইদিন সন্ধ্যায় ভাতিজারা ও ভাতিজা মাসুদ মেল্লার স্ত্রী সালমা বেগমসহ আরো অজ্ঞাত ৫/৭ জন তার উপর হামলা চালায়। তারা চাপাতি ও ইট দিয়ে তার মাথাসহ শরীরে বিভিন্নস্থানে রক্তাক্ত জখম করে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে রাখে। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলার ঘটনায় আনিসুর রহমান ৪ জনকে অভিযুক্ত করে এজাহার দেন। তদন্তে ঘটনার সাথে আরিফ মোল্লার সংশ্লিষ্টতা পাওয়া যায় নি। তবে বাকি তিনজন সম্পৃক্ত ছিল। তাকে এজাহার সংশোধন করে দেয়ার কথা বলা হয়েছে।
"